বিজেপির পোলিং এজেন্ট এর ভাই এর অস্বাভাবিক মৃত‍্যু , খুনের অভিযোগ : চাঞ্চল‍্য এলাকায়

9th May 2021 9:25 am বাঁকুড়া
বিজেপির পোলিং এজেন্ট এর ভাই এর অস্বাভাবিক মৃত‍্যু , খুনের অভিযোগ : চাঞ্চল‍্য এলাকায়


দেবব্রত মন্ডল ( বাঁকুড়া ) :   ভোট পরবর্ত্তী হিংসা অব্যাহত বাঁকুড়ায়। এবার এক বিজেপি পোলিং এজেন্টের ভাইকে খুন করার অভিযোগ উঠলো শাসক দলের বিরুদ্ধে। মৃতের নাম কুশ ক্ষেত্রপাল (২৬)। বাঁকুড়ার কোতুলপুর থানা এলাকার রায়বাঘিনী গ্রামের ঘটনা।

মৃতের বাড়ির তরফে অভিযোগ, ভোটের ফল ঘোষণা হওয়ার পর থেকেই তাদের পরিবারের উপর নানাভাবে চাপ সৃষ্টি করা হচ্ছিল। এমনকি মৃত কুশ ক্ষেত্রপাল যে হোটেলে কাজ করতো সেখানেও বাধা সৃষ্টি করা হয় বলে অভিযোগ। পরে গত বৃহস্পতিবার থেকে নিখোঁজ থাকার পর শনিবার গ্রামের পুকুর থেকে কুশ ক্ষেত্রপালের মৃতদেহ উদ্ধার হয় বলে পরিবারের তরফে দাবি করা হয়। একই সঙ্গে এই ঘটনায় তৃণমূল আশ্রিত দূস্কৃতিরাই যুক্ত বলে পরিবারের তরফে স্পষ্ট অভিযোগ করা হয়েছে।

মৃতের মা বন্দনা ক্ষেত্রপাল, বৌদি টুম্পা ক্ষেত্রপালরা বলেন, বাড়ির বড় ছেলে লব ক্ষেত্রপাল ভোটে বিজেপির পোলিং এজেন্ট ছিল। তারপর ভোটের ফলাফল বেরোনোর পর থেকে তাদের তৃণমূল শাসাচ্ছিল, এমনকি যে হোটেলে কুশ ক্ষেত্রপাল কাজ করতো সেই কাজও বন্ধ করে দেওয়া হয়। পরে তৃণমূল পার্টি অফিসে 'ক্ষমা' চাইতে গিয়ে ছেলে আর বাড়ি ফেরেনি বলে তারা দাবি করেন।

এলাকায় তৃণমূল কর্মী হিসেবে পরিচিত স্থানীয় বাসিন্দা সুকুমার ক্ষেত্রপালের দাবি, এই ঘটনায় তাদের দলের কেউ যুক্ত নয়, অযথাই রাজনীতির রং লাগানো হচ্ছে। মদ্যপ অবস্থায় কোন ভাবে ঐ যুবক জলে পড়ে গেছে ও মৃত্যু হয়েছে বলে তিনি দাবি করেন।





Others News

মল্লরাজ ভূমিতে তোপধ্বনিতে অষ্টমীর সন্ধিক্ষণ : পুজো ঘিরে উন্মাদনা

মল্লরাজ ভূমিতে তোপধ্বনিতে অষ্টমীর সন্ধিক্ষণ : পুজো ঘিরে উন্মাদনা


দেবব্রত মন্ডল ( বাঁকুড়া ) : তোপধ্বনি তে কেঁপে উঠল বিষ্ণুপুর । শুরু হল মল্ল রাজাদের ১০২৫ বছরের অষ্টমী পূজোর সন্ধিক্ষণ।

প্রাচীণ ঐতিহ্য ও পরম্পরা মেনে আজও নিষ্ঠাভরে বিষ্ণুপুর রাজ বাড়িতে দেবী দুর্গা 'মৃন্ময়ী নামে পূজিতা হন। জানা গিয়েছে, পূর্ব প্রথা মতোই প্রাচীণ রীতি মেনে মহাষ্টমীর সন্ধিক্ষণে কামান দাগার মধ্য দিয়ে বিষ্ণুপুর রাজ বাড়িতে শুরু হয়ে গেল 'বড় ঠাকরুনে'র পুজো। তবে এবার করোনা পরিস্থিতির মধ্যেও দর্শক সাধারণের উপস্থিতি ছিল বাঁধভাঙ্গা। সরকারী নিয়মকে মান্যতা দিয়ে স্বাস্থ্যবিধি মেনে শুরু হয়েছে দেবী বন্দনা। এমনকি এখানে কামান দাগার পর্বেও অন্যান্য বছরের তুলনায় এ বছরে অল্প সংখ্যক লোককে নিয়ে ঐ কাজ সম্পূর্ণ করা হয়েছে।

শুরুর সময় থেকে অষ্টমীর সন্ধিক্ষণ ঘোষণা করা হয় বড় কামানের গর্জনের শব্দে। যার আওয়াজে রাজবাড়িতে আরতি নৃত্যও শুরু হয়ে যায়।